বৃহস্পতিবার , ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধু স্মারক সম্মাননা পেলেন এম.নরুল হুদা চৌধুরী

প্রকাশিত হয়েছে-

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

 

বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ৫০তম মহান বিজয় দিবস২০২০ উপলক্ষে ” যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার অন্দোলন, মানবসেবা ও রাজনীতিতে অবদান রাখায়” একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী’র নিকট থেকে বঙ্গবন্ধু স্মারক সম্মাননা গ্রহন করছেন চট্টগ্রাম আনোয়ারা উপজেলা ৯নং পরৈকোড়া ইউনিয়নের কৃতি সন্তান, চট্টগ্রাম মহানগর জননেত্রী শেখ হাসিনা পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য, মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী।

তিনি স্বাধীন বাংলা ৭১ নিউজ পোর্টালকে বলেন-
আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি মানুষের সেবা করার তথা দেশের জন্য কাজ করার। এ পুরস্কার পেয়ে সত্যিই আমি আনন্দিত।অভিনন্দন জানায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের আয়োজক টিম কে।