নিউজ ডেস্ক।
গত ৩০ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর ২০২২ ইং ভারোত্তোলন জিমন্যাসিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী ভারোত্তোলন দল মহিলা বিভাগে ০৬টি স্বর্ণ ও ০৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পুরুষ বিভাগে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দলের ১৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য সৈনিক মোঃ আশিকুর রহমান তাজ শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।