মঙ্গলবার , ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৬ হিজরি

বঙ্গমাতা মহিলা কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিনিধি।

কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সর্বপ্রথম একমাত্র সরকারি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বঙ্গমাতা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন এর সভাপতিত্বে শুরু হয়।

অদ্য ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও গভর্ণিং বোডি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সভাপতি মোঃ নিজাম উদ্দিন আহমেদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো জনপ্রতিনিধি নব-নির্বাচিত চেয়ারম্যান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দাতা সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা একাডেমী সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, অত্র কলেজের প্রভাষক হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, রঞ্জিত বড়ুয়াসহ শিক্ষিত সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সকল অতিথি বৃন্দ, শিক্ষক ও পরীক্ষার্থীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।