মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

টেকনাফ প্রতিনিধি::

টেকনাফে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে হোয়াইক্যং সার্ভিস সেন্টার টেকনাফ, কক্সবাজার অফিসে প্রজেক্ট ফ্যাসিলিটেশন টিম (পিএফটি) মিটিং এর আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর অর্থায়নে আরটিএম ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় প্রজনন স্বাস্থ্য সেবার কার্যক্রম পুরুষ- মহিলা, বালক-বালিকা এবং ট্রান্সজেন্ডারদের মধ্যে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফে স্থানীয় এবং জোরপূর্ব বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে প্রজনন স্বাস্থ্য সেবা. মানসিক স্বাস্থ্য সেবা এবং লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

উক্ত প্রকল্পের আওতায় ২২ সেপ্টেম্বর রোজ বৃহস্পাতিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত বন্ধুর, হোয়াইক্যং সার্ভিস সেন্টারে পিএফটি মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এর শুভেচ্ছা বক্তব্য এবং জানুয়ারী’২০২২ থেকে আগষ্ট’২০২২ পর্যন্ত প্রকল্পের অগ্রগতি বিষয় উপস্থাপন করেন মো: আমিনুর রহমান, সার্ভিস সেন্টার ম্যানেজার এবং উন্মুক্ত আলোচনায় সকলের প্রশ্নোত্তর প্রদান করেন মো: নাজমুল হক, ট্রেনিং কাম প্রোগ্রাম স্পেশালিষ্ট। একজন সমাজ সেবক হিসাবে পিএফটি সদস্যের দায়িত্ব এবং আগামীতে পিছিয়ে পড়া লিঙ্গ বৈচিত্রময় জনগোষ্ঠীকে কিভাবে সমাজের বোঝা নয় সম্পদ হিসাবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে ’কাউকে বাদ দিয়ে নয়’ শ্লোগানকে সামনে রেখে সকল পিএফটি সদস্যগণ কাজ করার জন্য একমত পোষন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদ সদস্য জালাল আহমেদ, স্থানীয় গন্যমান্য, সাংবাদিক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি, ছাত্র এবং আরটিএম ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডা: মারুফা আক্তার কোয়ালিটি এ্যাসুয়েরেন্স অফিসার এবং মো: মোদাসির হক ফিল্ড মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার প্রমুখ।