পিরোজপুর প্রতিনিধিঃ- মোঃ আশ্রাফুল ইসলাম,
ঢাকা থেকে ভান্ডারিয়া গামি একটি বাস (যমুনা পরিবহন)বরিশাল উজিরপুর বামরাইল পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে আনুমানিক সকাল ৫.০০ সময় একটি গাছের সাথে ধাক্কা লেগে বাসটি পুরো পুরি বেঙ্গে চুরমার হয়ে যায় । এ দুর্ঘটনা হওয়ার পরে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হয়। তারা আহত এবং নিহতো দের উদ্ধার কায্য চালিয়ে যাচ্ছে।
ঐখান থেকে পাওয়া খবর অনুযায়ি যানা গিয়েছে ১০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এবং আহত রোগীর সংখ্যা অনেক আহত রোগী দেরকে বরিশাল শের-ই-রাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে যানা গিয়েছে যে নিহতদের সংখ্যা আরো বারতে পারে।