শনিবার , ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১লা সফর, ১৪৪৭ হিজরি

বরিশালে নতুন বছর উদযাপন উপলক্ষে ওয়ালটনের সৌজন্যে শোভাযাত্রা ও আনন্দ উৎসব পালিত

প্রকাশিত হয়েছে-

পারভেজ,বরিশাল প্রতিনিধি

নতুন বছর উদযাপন এবং সিজন ৯ প্রচারনা উপলক্ষে ওয়ালটন গ্রুপের সৌজন্যে বরিশালে শোভাযাত্রা ও অানন্দ উৎসব পালিত।

বরিশাল নগরীতে জিলা স্কুলের সম্মুখ থেকে সকাল ১১ টায় এ আনন্দ উৎসব শুরু হয় এবং এতে অংশ নেয় ওয়ালটন গ্রুপের প্লাজা সেলস উন্নয়ন ৩ এর হেড আল-মাহফুজ খান, বরিশাল জোন ক্রেডিট মনিটরিং সাগর আহম্মেদ, বরিশাল জোন এরিয়া ম্যানেজার সুব্রত কুমার পান্থ।

এছাড়া এসময়ে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা বরিশাল শাখার ব্রাঞ্চ ইন চার্জ জনাব আঃসেলিম,ওয়ালটন প্লাজা বাংলাবাজার শাখার ব্রাঞ্চ ইন চার্জ জনাব মোঃজাহাঙ্গীর হোসেন,ওয়ালটন প্লাজা নথুল্লাবাদ শাখার ব্রাঞ্চ ইন চার্জ জনাব শিপন কাজী এবং ওয়ালটন গ্রুপের সকল কর্মকর্তা /কর্মচারী বৃন্দ।

উক্ত শোভাযাত্রাটি বরিশালের বিভিন্ন প্রধান সড়ক মোটরবাইক, রিক্সা শো ডাউন করে এবং আনন্দমুখর পরিবেশের সৃস্টি হয়।