রবিবার , ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বরিশাল বিভাগে বাকেরগঞ্জ থানায় গাঁজার বাগানের সন্ধান, ২৯টি গাছসহ গ্রেপ্তার-১

প্রকাশিত হয়েছে-

পিরোজপুর প্রতিনিদি মোঃ আশ্রাফুল ইসলাম

বরিশালের বাকেরগঞ্জ থানায় একটি বড় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে থানা পুলিশ। ওই বাগানের ২৯ টি গাঁজার গাছসহ চাষী নাছির খান (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৫ জুন) দুপুর ২ টার সময় থানার এস আই মনির, এএসআই হাফিজ ও এএসআই শফিকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নাছির খান বিরঙ্গল গ্রামের জাফর খানের পুত্র। সে পেশায় একজন ভ্যান চালক।
বাকেরগঞ্জ থানা ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষী নাছির খানকে গ্রেফতার করা হয়েছে। সে গাঁজা সেবন করার উদ্দেশ্যেই তার নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছের চাষ করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হচ্ছে।