সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঁশখালীতে অল্প সময়ে বালক-বালিকা পৃথক শাখায় শিক্ষার অগ্রগতি হচ্ছে দারুল কারীম মাদ্রাসা

প্রকাশিত হয়েছে-
মোঃ রেজাউল আজিমঃ- বাঁশখালী-চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পৌর সদরে অবস্থিত অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্টান দারুল কারীম মাদ্রাসা।

বাঁশখালী পৌরসভায় উত্তর জলদী এলাকায় প্রতিষ্টিত অত্র মাদ্রাসা।

মাদ্রাসাটি স্থাপিত ২০১৫ সাল। সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর প্রতিষ্ঠিত মাদ্রাসাটি।গত ৩ই রমজান ২০১৫ সালে উদ্বোধন হয়ে দ্রুতগতীতে চলতেছে মাদ্রাসার পাঠদান।

মাওলানা শফকত হোসাইন চাটগামীর অক্লান পরিশ্রমে প্রতিষ্টান গত সাত বছর চলিত হয়ে আজ বাঁশখালীতে অল্প সময়ে সর্বোচ্চ সুনাম লাভ করলো মাদ্রাসাটি।

মাদ্রাসা’র গত ২০১৫ সাল হতে আজ পর্যন্ত শিক্ষক-শিক্ষিকাদের রাত দিন মেহনত করে গড়ে তুলতেছে শতাধিক হাফেজ-হাফেজা।

রাসুল (সাঃ)বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়।( আল হাদিস)

দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। (আল-হাদিস)
দ্বীনি শিক্ষাই বাস্তবায়ন করাই ইসলামের মূল বৈশিষ্ট্য।
সেই বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আরো বড় করে কওমি বালক-বালিকা মাদ্রাসা করার জন্য বাস্তবায়ন হতে যাচ্ছে মাদ্রাসাটি।

এত অল্প সময়ে মাদ্রাসার সুনাম দেশ হতে দেশান্তরে ছড়িয়ে যাবে কল্পনা করতে পারেনাই বলে জানান এলাকা বাসিরা। যে মাদ্রাসার বার্ষিক মাহফিলে দেশের শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম গণের পদচরণ ঘটে। মাদ্রাসার শুরু থেকে এই পর্যন্ত যাদের আগমন হয় :- আল্লামা শাহ্‌ মোহাম্মদ তৈয়ব সাহেব (রাহঃ) মুহতামিম চট্টগ্রাম জিরি মাদ্রাসা
আল্লামা জুনাঈদ বাবুনগরী (রহঃ) শায়খুল হাদিস হাটহাজারী আরবী বিশ্ব বিদ্যালয়
আল্লামা শাহ্‌ আবু বকর (রহঃ) মুহতামিম, মনকিচর বড় মাদ্রাসা
আল্লামা ইয়াহিয়া সাহেব (দাঃ বাঃ) মুহতামিম হাটহাজারী আরবি বিশ্ববিদ্যালয়
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই
আল্লামা মুফতি ইজহার সাহেব (দাঃ বাঃ) মুহতামিম চট্টগ্রাম শহর লালখান বাজার মাদ্রাসা
আল্লামা শাহ্‌ নুর মোহাম্মদ সাহেব পীর সাহেব সরল
আল্লামা শামসুদ্দিন জিয়া সাহেব (দাঃ বাঃ) গ্রেট মুফতি চট্টগ্রাম পটিয়া বড় মাদ্রাসা
আল্লামা শাহ্‌ আব্দুল জলিল (দাঃ বাঃ) মুহতামিম চাম্বল বড় মাদ্রাসা
আল্লামা হাফেজ তাজুল ইসলাম সাহেব মুহতামিম ফিরোজশাহ্‌ বড় মাদ্রাসা
আল্লামা কুতুব উদ্দিন নানুপুরী সাহেবজাদা জমির উদ্দিন নানুপুরী (রহঃ)
খতিবে বাঙ্গাল আল্লামা জুনাঈদ আল হাবিব ঢাকা
আল্লামা হাফেজ তৈয়ব সাহেব, মুহতামিম সেগুনবাগান মাদ্রাসা চট্টগ্রাম
আল্লামা আজিজু হক আল মাদানী মুহতামিম দারুল হিদায়া মাদ্রাসা চট্টগ্রাম,
মাওলানা রিজওয়ান রফিকী ঢাকা
দেশের সাড়াজাগানো বহুল আলোচিত বক্তা মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা
আল্লামা ক্বারী আবদুর রহীম আল মাদানী
মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা
মাওলানা রফিকুল ইসলাম মাদানী
মাওলানা ক্বারী জুনাইদ আল হাবিব কুমিল্লা
আরও বহু ওলামায়ে কেরামের আগমন হয়।

মাদ্রাসার পরিচালক বলেন :- স্থানীয় ওলামা মাশায়েখ গণের সুপরামর্শ নিয়ে এই কাজ করা শুরু করে দিছিলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত নিয়মিতভাবে পাঠদান চলিত আছে, এই দারুল কারীমের পরিচালিত আরেকটি (ভি আই পি)শাখা বাঁশখালী মডেল মাদ্রাসা রমজানের পরে উদ্বোধন করতে যাচ্ছি, সামনে মাদ্রাসার উন্নতির জন্য দেশিবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।