শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ ২৭ শে এপ্রিল রোজ বুধবার বিকালে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, মহিলালীগ ও ছাত্রলীগের আয়োজনে উপজেলার পৌর সদর আওয়ামীলীগ অফিস কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সঞ্চলনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম (১৬) বাঁশখালী আসনের সাংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌর সভার মানবতার মেয়র এডভোকেট তৌফাইল বিন হোসাইন, ৭নং সরল ইউনিয়ন চেয়ারম্যান রশিদ চৌধুরী, কালীপুর চেয়ারম্যান আ,ন,ম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ী ইউনিয়ন চেয়ারম্যান কফিল উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন বাংলাদেশ আগামী বিশ্ব রোল মডেল হতে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ বাংলাদেশকে এগিয়ে নিতে গণতন্ত্রের স্বপ্নদ্রষ্ট্রা মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

পরে সকলের শান্তি কামনায় আল্লাহ তা’আলার নিকট সকল নেতৃবৃন্দ যেন সত্যিকার মুসলমান হয়ে জীবনযাপন করতে পারে মতো দোয়া কামনা করেন এবং সকলে ইফতার গ্রহণের মধ্যে দিয়ে দেশ ও জাতির শুভ কামনা করে আলোচনা সভা ও ইফতার মাহফিল সমাপ্ত হয়।