আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
বাঁশখালী থানার এসআই(নি.) প্রদীপ চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ আজ ২৪/০৪/২০২২ খ্রি. সকাল ০৯.১৫ টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ির ইউনিয়নের ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ৩,৪০০ (তিন হাজার চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১. সাহাব উদ্দিন (৪৩) ও ২. নাছিমা প্রঃ মনি(৪৫)’দ্বয়কে গ্রেফতার করেন। এ সংক্রান্তে বাঁশখালী থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।