আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
বাঁশখালীতে প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিল ও আলোচনা সভা আজ (শনিবার) বিকেলে বাঁশখালী পৌরসভার গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আমীর মাওলানা বোরহান উদ্দীন আল রাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার বক্তব্য রাখেন, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দিদারুল ইসলাম, জলদী বড় মাদরাসা সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, বৈলছড়ি মাদরাসার সাবেক পরিচালক মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, সংগঠনের মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম, সোসাইটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আবদুল হান্নান, সংগীত শিল্পী মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা সোহাইল, মাওলানা ইব্রাহিম, মাওলানা নুরুল আলম ফারুকী, মাওলানা রফিকুল ইসলাম বোয়ালী, মাওলানা মোস্তাক প্রমুখ।
ইফতার মাহফিলে সোসাইটির পক্ষ থেকে বাঁশখালীর অন্ধ, প্রতিবন্ধিসহ অসহায় আলেমদের তালিকা করে তাদের সহযোগিতার ঘোষণা দেন।
ছবি ক্যাপশন : বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটির ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন আল রাজী।