আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (০৫ জুন ২১) বিকালে চাম্বল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেখেরখীল ইউনিয়ন বনাম কাথরিয়া ইউনিয়ন মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় কাথরিয়া-০৪ ইউনিয়নকে পরাজিত করে বিজয়ী হন ০২ শেখেরখীল ইউনিয়ন। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী,বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম,চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন তালুকদার,কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চৌধুরী, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাফর ইকবালসহ উক্ত টুর্ণামেন্টের পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ।