শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁশখালীতে র‍্যাব (০৭)এর অভিযানে ২০ মামলার পলাতক আসামি শামশু গ্রেফতার

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালীতে ওয়ারেন্টভুক্ত ২০টি মামলার পলাতক আসামি শামশুল ইসলাম প্রকাশ ওরফে ডাকাত শামশু (৫০)কে গ্রেফতার করেছে চট্টগ্রাম র‌্যাব ০৭।

রবিবার (৫ ডিসেম্বর২১) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শামসুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি উপজেলার বৈলছড়ী এলাকার মৃত দুলা মিয়ার ছেলে।

র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা: লে: নিয়াজ মোহাম্মদ চপল জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে অবস্থান করছে- এমন খবর পেয়ে আমাদের একটি দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রামের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।