আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম জেলার আওতাধীন বাঁশখালী উপজেলায় উদ্বোধন করা হল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বাঁশখালী আপামর জনতার অবিসম্বাধিত নেতা প্রয়াত সাংসদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর নামে ওনার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
১৯ ফেব্রুয়ারী’২২ ইং, শনিবার বিকেলে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক, বৈলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নান্টু কুমার দাশ, রাজনীতিবিদ রাশেদ আলী, ফজলুল কাদের, মুক্তিযোদ্ধা আহমদ ছফা, সমাজসেবক নজরুল ইসলাম সিকদার, ইউপি সদস্য আবদুর রহমান, আবদুল আলিম, শাহাদাত হোসেন মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম জেলা নির্বাহি কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, বাঙ্গালী জাতীকে একটি স্বাধিন দেশ, ও একটি পতাকা উপহার দিতে দেশের স্বাধিনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধারা যে গৌরবোজ্বল ত্যাগ স্বিকার করেছেন, তা ইতিহাসে অমলিন। বাঁশখালীতে জন্ম নেওয়া ক্ষনজন্মা বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডঃ সোলতানুল কবীর চৌধুরীর স্মৃতি রক্ষার্থে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি দারুন উদ্যোগ।
এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের যুবসমাজের ইতিবাচক মনোভাব সৃষ্টির পাশাপাশি দেশের স্বাধিনতা সার্বভৌমত্বের প্রতি জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে।