আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় চাম্বল বাজারের ফল ব্যবসায়ী মোহাম্মদ তমিজ উদ্দিন (৩২) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ মে ২২) সকাল ১০টায় বাঁশখালী প্রধান সড়কের মিয়ারবাজার এলাকায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তমিজ রাত ৯ টায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আজ শনিবার( ১৪ মে ২২) সকাল ১১ টায় চাম্বল বড় মাদরাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়,জানাজা শেষে মরহুম আইনউদ্দীনকে চাম্বল পশ্চিম পাশে বড় কবরস্থানে দাপন করা হয়।
নিহত মোহাম্মদ তমিজউদদীন বাঁশখালী উপজেলার আওতাধীন চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম চাম্বল মাওলানা জামাল উদ্দিন(রহ.) এর বাড়ি নিবাসী জনাব মোহাম্মদ ছমুদুল হকের বড় ছেলে। নিহত তমিজ উদ্দিন ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।
স্থানীয় ব্যবসায়ী হাফেজ মোহাম্মদ কায়সার ইকবাল সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে বলেন, শুক্রবার তমিজ উদ্দিন সাতকানিয়া থেকে মালের চালান কেটে বাঁশখালীর উদ্দেশ্যে ফেরার পথে বাঁশখালী পৌরসভার মিয়ার বাজার এলাকায় সিএনজির সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। তমিজ উদ্দিন সিএনজির সামনের সীটে বসেছিল। দক্ষিণ দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটি সিএনজির সাথে ধাক্কা লাগলে প্রথমে সিএনজি যাত্রী তমিজের হাঁটুতে আঘাত লাগে, পরে বুকে প্রচণ্ড আঘাত পায় সে। ঘটনাস্থল থেকে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বাঁশখালী উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তমিজকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করেন।
নিহত রমিজের চাচা হাফেজ মোহাম্মদ ছাবের ইকবাল- সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে বলেন, তমিজের অবস্থা গুরুতর হওয়ায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে চমেক প্রেরণ করেন। চমেকে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৯টায় তিনি মারা যান।