মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাঁশখালীর পাইরাং থেকে মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

আলমগীর  ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

বাঁশখালীর সরল ইউনিয়নের পাইরাংয়ে জামেয়া হাফসা মাদরাসা নামে একটি মাদরাসা থেকে হাফেজ আবরারুল হক আবিদ (১২) নামে এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্র বৈলছড়ি ইউনিয়নের মৌলভীপাড়া নিবাসী মাওলানা হানিফ আল মাহমুদের ছেলে বলে জানা গেছে। তার মৃত্যু রহস্যজনক। পুলিশ মাদরাসা ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
জানা গেছে,আজ (৬ জুন) সোমবার দুপুরে মাদরাসার ছাত্র আবিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আবিদের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি নিয়ে নানামুখী আলোচনা সমালোচনা হচ্ছে। নিহত আবিদের মা ওই মাদরাসার শিক্ষিকা বলে জানা গেছে।