সোমবার , ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই রমজান, ১৪৪৬ হিজরি

বাঁশখালীর পুর্ব বড়ঘোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পুর্ব বড়ঘোনা জেলেপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ পরিবারের মাঝে পুলিশে কর্মরত বাঁশখালীর সন্তানদের সংগঠন ইউনাইটেড বাঁশখালী (বাঁশখালী পুলিশ পরিবার) এর পক্ষে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর ২০) বুধবার বিকেলে পুলিশের সদস্যদের অর্থায়নে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবির। পিবিআই এ কর্মরত ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে উক্ত ত্রাণ ও নগদ অর্থ বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, ক্লাবের অর্থ সচিব ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল, গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উল হক সিকদার, বাঁশখালী থানার এসআই দীপক দাশ, নায়েক মোহাম্মদ নুরুল আমিন, কনেস্টবল কফিল উদ্দীন, নায়েক আমির হোসাইন, ইউপি সদস্য আনোয়ার বাদশা প্রমুখ।