সোমবার , ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালীর সরলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় দুই শিশু পুড়ে অঙ্গার

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদী:- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় এক বসতঘর ও ২ শিশু পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় মুহাম্মদ মিনহাজ (১২) নামে এক স্কুল ছাত্র , ৩ বছরের এক কন্যা শিশু (রুহি মনি) পুড়ে অঙ্গার হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারী২২) রাত ৯.৪০ মিনিটের সময় উপজেলার ৭ নং সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনা আশিঘর পাড়া আবদুস ছমদ মাঝির বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ওই এলাকার সিরাজুল ইসলামের পুত্র মুহাম্মদ ইদ্রিসের বসতঘরসহ তার দুই শিশু আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে থাকা ইদ্রিসের এক ছেলে ও এক কন্যা শিশু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে বসতঘরে ঘুমন্ত অবস্থায় এক ছেলে ও এক কন্যা শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়।