আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিসিধি
চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ ১ নারী ও ২ যুবককে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে ও বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর সকালে বাঁশখালী পেকুয়া সীমান্তের পুঁইছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় পৃথক অভিযান পরিচালনাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার কক্সবাজার সদরের ৪নং ওয়ার্ডের মৃত নাছির উদ্দিনের পুত্র মো. ইব্রাহিম (২০), টেকনাফ উপজেলার ক্যাম্প পাড়া ৯নং ওয়ার্ডের মৃত শামশুল আলমের পুত্র আসমায়েত উল্লাহ (২১) ও কক্সবাজার জেলার কক্সবাজার সদরের ৬নং ওয়ার্ড বাহারছড়া এলাকার জাহিদ হোছেনের স্ত্রী সফুরা বেগম (১৯)। আটক ও ইয়াবা উদ্ধারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুঁইছড়ি ফুটখালী ব্রীজ এলাকায় পুলিশের তল্লাশী চৌকি বসানো হয়।
এসময় সিএনজি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ ১ নারী ও ২ যুবককে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।