শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁশখালী ওলামা পরিষদের নতুন কমিটি

প্রকাশিত হয়েছে-

বাঁশখালী ওলামা পরিষদের নতুন কমিটি

,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
বাঁশখালীর আলেম ওলামাদের ঐক্যবদ্ধ সংগঠন “বাঁশখালী ওলামা পরিষদ” এর পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ওলামা পরিষদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রমও বিলুপ্ত ঘোষণা করা হয়।

আজ (৩০ জুন-২২) বৃহস্পতিবার সকালে বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসা মিলনায়তনে সংগঠনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মাওলানা আনিসুর রহমান বিন আবু বকর, মাওলানা মাহমুদুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন,সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা ইউনুস, মাওলানা সোহাইল মাহমুদ, মাওলানা ওসমান প্রমুখ।
পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মাওলানা রফিকুল ইসলামকে আহবায়ক, মাওলানা ফুজাইল বিন আবদুল জলিলকে সদস্য সচিব, মাওলানা এজাজ চৌধুরী, মাওলানা আনিসুর রহমান,সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী ও মাওলানা আলহাজ্ব ইসমাইলকে যুগ্ম আহবায়ক, মাওলানা ইউনুস, ক্বারী আবদুল ওয়াহেদ, মাওলানা সোহাইল মাহমুদকে যুগ্ম সদস্য সচিব, মাওলানা মাহমুদুল ইসলামকে অর্থ সচিব, মাওলানা ওসমান গণিকে প্রচার সচিব এবং মাওলানা ওসমান পুকুরিয়া মাদরাসা, মাওলানা হাফেজ জসিম উদ্দীন প্রেমাশিয়া, মাওলানা ইউসুফ বিন সাঈদ, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা আবদুল মাজেদ সরল, মাওলানা আবদুল মালেক সরল বড় মাদরাসা, মুফতি হেলাল উদ্দিন মনকিচর মাদরাসা, মাওলানা ইসমাইল চাম্বল মাদরাসা, মাওলানা জুনাইদ পুঁইছড়ি, মাওলানা মনসুর ছনুয়া ও মাওলানা জসিম উদ্দীন ছনুয়াকে সদস্য করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভায় আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার বাঁশখালী গ্রীণ কমভেনশন সেন্টারে পটিয়া আল জামেয়ার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব হুজুর রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া দ্রুততম সময়ে বাঁশখালী ওলামা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।