বুধবার , ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

বাঁশখালী গন্ডামারায় আগুনে পুড়ে লন্ড ভন্ড ৩ ভাইয়ের বসতবাড়ি

প্রকাশিত হয়েছে-

মোঃরেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি

১৭মে (মঙ্গলবার) দিবাগত রাত ১টার সময় চট্টগ্রামের বাঁশখালী গন্ডামারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মরহুম ইউসুফ আলী সিকদার বাড়ি সংলগ্ন মোনাফ সিকদারের বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ভাইয়ের বসতবাড়ি পুড়ে লন্ডভন্ড।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল এলাকার লোকজন।
আগুনে পুড়ে যাওয়ার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলের দিকে রওনা হয় ফায়ার সার্ভিস। কিন্তু রাস্তাঘাটের বেহাল দশার কারণে সময় মত পৌছাতে পারেনি ফায়ার সার্ভিস। এতে মুহুর্তেই পুড়ে যায় অসহায় মানুষগুলোর সব সহায় সম্বল। এ দায় জনপ্রতিনিধিরা কিছুতেই এড়াতে পারেনা। তা ছাড়া বাঁশখালীর বিভিন্ন এলাকায় অনুন্নত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার কারণে ফায়ার সার্ভিস সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপকারভোগীরা।