রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে আজ ৫ জুন (রোববার) চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করে দিলেন নির্বাচন কমিশন।
চাম্বল ইউনিয়নের চেয়ারম্যানের বারবার দেয়া সাম্প্রতিক বক্তব্যের পর
নির্বাচনি আচরণবিধি ভঙ্গ হওয়ার অভিযোগে নির্বাচনি তফসিল স্থগিতের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে কমিশন।
আজ ৫ জুন(রোববার) নির্বাচন কমিশনের এক বিবৃতিতে বলেন, আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলাধীন চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।