শনিবার , ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ১১ই রজব, ১৪৪৬ হিজরি

বাঁশখালী চেচুরিয়া আরবিয়া মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

 

বাঁশখালী চেচুরিয়া আরবিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে আজ শনিবার (২০ ফেব্রুয়ারি ২১) সমাপনী দিনে বাদ মাগরিব বয়ান পেশ করছেন বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মোহাম্মদ হোসাইন।
বাদ আছর আলোচনা করেন দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী। মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ইসহাক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত আছেন, মনসুরিয়া তালিমুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসার সিনিয়র উস্তাদ মাওলানা আবুল হাসেম, জালিয়াঘাটা তাজবীদুল কোরআন মাদরাসার মুহতামিম মাওলানা মুজাম্মিলুল হক, জলদী আজাদাবাদ মাদরাসার পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, বৈলছড়ি দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা ইব্রাহিম, জলদী তাহফিজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ সিরাজ, মাওলানা নাছির উদ্দীন প্রমুখ।