আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
(০৮ জানুয়ারী ২০২১) জুমাবার সকাল ৮.০০ টার সময় ছনুয়া উপকূলীয় হোসাইনিয়া মাদরাসা সংলগ্ন মোস্তফিজুর রহমান চৌধুরী জামে মসজিদে অলেম অধ্যুষিত ছনুয়ার সর্বস্তরের ওলামায়ে কেরামের অংশগ্রহণে তথাকথিত তাবলিগ জামাত তথা সা’দপন্থী গ্রুপ এতায়াতিদের রুখে দিতে এক জরুরী বৈঠক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুবাল্লিগ মাওলানা হাফেজ সাইফুল্লাহ সাহেব দাঃ বাঃ।
বৈঠকে উপস্থিত ছিলেন ছনুয়া খুদুকখালী আনোয়ারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু তৈয়্যাব কাসেমী হাফিঃ, শিক্ষা পরিচালক মাওলানা আবুল কালাম সাহেব।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা মুজিবুর রহমান তালুকদার,
মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব,
মাওলানা কলিমুল্লাহ সাহেব, মাওলানা মনছুরুল আলম, মাওলানা মুহাম্মদ শফিউল আলম,
মাওলানা আশরফ আলী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা কাইসার হামিদ, মাওলানা মোজ্জাম্মল হক ইউনুস, মাওলানা আজিজুর রহমান, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা মিনহাজ উদ্দিন খাইরীসহ প্রায় শতাধিক ওলামায়ে কেরাম।
বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরামের মতামত ও পরামর্শের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।
১.ছনুয়ার আলেম ওলামাগণ ইসলামী কার্যক্রম ও কর্মতৎপরতা পরিচালনার ক্ষেত্রে বাতিলের মোকাবিলায় একমত হয়ে কাজ করবেন।
২.কোন আলেম,খতিব ও ইমামকে কোন দল, ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক হয়রানী করলে সকলেই ঐক্যবদ্ধভাবে পরামর্শ পূর্বক প্রতিবাদ করবেন ।
৩.খুদুকখালী আনোয়ারুল উলুম মাদরাসার মোহতামিম সাহেবের লিখিত অনুমতি ছাডা কোন তাবলীগ জামাত ছনুয়ার কোন মসজিদে ঢুকতে দেওয়া হবে না এক্ষেত্রে তাদের সাথে হুসনে সুলুক করতে হবে ।
৪. ছনুয়ায় চলমান এতাআতী জামাতগুলোকে সুন্দর ও মার্জিত ভাষায় বুঝিয়ে সুঝিয়ে ছনুয়া থেকে বাহির করে দেয়া হবে ।
৫.আগামীতে ছনুয়ার সর্ব সাধারণের কাছে বিষয়টি স্পষ্ট করার জন্য পটিয়া ও হাটহাজারী মাদ্রাসা হতে মুরুব্বিদের এনে একটি ওজাহাতী জোট করা হবে।
বিঃদ্রঃ ছনুয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ্ব এম হারুনুর রশিদ সাহেবও উপরোক্ত বিষয়ে একমত পোষণ করেন এবং প্রয়োজনে তিনি আইনগত সহায়তার আশ্বাস দেন আলহামদুলিল্লাহ।
হে আল্লাহ তা’য়ালা!
আমাদের সবাইকে সেই তাওফীক দান করুন।
আমিন ইয়া রাব্বাল আলামীন।