শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঁশখালী জলদী বাইঙ্গাপাড়া (বড়) মাদরাসার কি হবে?

প্রকাশিত হয়েছে-

 

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী জলদী মখজনুল উলুম বাইঙ্গাপাড়া মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফি সাহেব হুজুর। যেখানে হুজুর নিজে চলতে অক্ষম সেখানে জলদী বাইঙ্গাপাড়া মাদরাসার কি হবে? নাকি হুজুরের নামের উপর চলবে সব অপকর্ম!
হাটহাজারীর শুরা কর্তৃপক্ষের উচিত বাঁশখালীসহ আরো যে সকল মাদরাসায় হুজুরকে নামকাওয়াস্তে পরিচালক পদে রেখে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট এবং অনিয়ম চলছে তার খবরা খবর নেয়া।