শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাঁশখালী পুকুরিয়ায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করায় কাউসার নামক এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা।

প্রকাশিত হয়েছে-

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

আজ ২৪ আগস্ট বুধবার সকাল ৮.৩০ হতে দুপুর ০১ টা পর্যন্ত অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে সহকারী কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান এর নের্তৃত্ব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এই সময় পুকুরিয়া ৯ নং ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে জনাব কাওসার (৩৮) কে বালু মহাল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয়, এই সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৭০০ ফুট পাইপ জব্দ করে স্থানীয় সাধারণ সদস্য মামুনুর রশীদের জিম্মায় দেওয়া হয়।