শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

বাঁশখালী বৈলছড়ির সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল সহ অনুসারিরা মুক্তি পেয়েছেন

প্রকাশিত হয়েছে-

মোহাম্মদ রেজাউল আজিম (চট্টগ্রাম-বাঁশখালী)প্রতিনিধি

বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলীম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সিকদার ও খাদিজাতুল খুবরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওঃ এরশাদুল্লাহ সহ মুক্তি পেয়েছেন।

গত ২১ এপ্রিল রোজ বৃহস্প্রতিবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর করে । বাঁশখালীতে গত বছর সংখ্যালঘুর বসত বাড়ীতে হামলার জের ধরে পুলিশের দায়ের করা মামলায় চেয়ারম্যান ও তাঁর অনুসারিরা গত ৬ মার্চ ২০২২ ইং বাঁশখালী কোর্টে আত্মসমর্পণ করে।
চেয়ারম্যান ও তাঁর অনুসারিদের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, গন্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী সহ বাঁশখালী বিএনপি, যুবদল, ছাত্রদলের কর্মী সমর্থকরা।