সোমবার , ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৬ হিজরি

বাঁশখালী সাধনপুরের চেয়ারম্যান কে.এম সালা উদ্দিন কামাল ইউনিয়ন পরিষদের যাবতীয় সেবা দিচ্ছেন ফ্রীতে।

প্রকাশিত হয়েছে-

মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

আজ ২০ আগস্ট শনিবার দুপু‌রে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মত‌বি‌নিময় ক‌রেন সাধনপুর ইউ‌নিয়ন প‌রিষ‌দের নব-‌নির্বা‌চিত চেয়ারম‌্যান তরুণ রাজনিতীবিদ জনাব কে.এম সালা উদ্দিন।
জনগণ‌কে দেয়া প্রতিশ্রু‌তি পাল‌নে তিনি রাত দিন নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছেন। নি‌জের ব‌্যাক্তিগত তহ‌বিল থে‌কে সরকা‌রি ফি আদায় ক‌রে সম্পূর্ণ বিনা খর‌চে ইউ‌নিয়ন প‌রিষদ কর্তৃক নাগ‌রিক সেবা প্রদান কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছেন। যা অব‌্যাহত থাক‌বে ব‌লে জানি‌য়ে‌ছেন তি‌নি। এছাড়াও সরকা‌রি ব‌ন্ধের দি‌নেও জনগণ‌কে নাগ‌রিক সেবা প্রদান করায় ই‌তিম‌ধ্যে সক‌লের প্রশংসার পাত্র হ‌য়ে উ‌ঠে‌ছেন এই তরুণ জনপ্রতি‌নি‌ধি।
ইতিমধ্যে পর্যন্ত ৪ হাজার জন্ম সনদ বিনা ফীতে বিতরণ করেছেন বলে জানান তিনি।

অবশেষে চেয়ারম্যান কে.এম সালা উদ্দিন কামাল সকলের কাছে দোয়া চান যাতে জনগণের মন মত সেবা দিতে পারে।