শনিবার , ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক

গতকাল ২০ জুন, ২০২৩ খ্রিঃ মঙ্গলবার উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে বিকেল ৪টায় অনুষ্ঠিত সভার আগামী ২৩ জুন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা সঞ্চালনানা করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটি এম রশিদ।

উক্ত সভায় অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন।

বক্তব্য রাখেন উখিয়া রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও সকল ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ।

সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার বক্তব্যে বলেন, ইনশাআল্লাহ আগামী নির্বাচনেও শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করে আমরা এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করে যাব। তাই আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা আওয়ামী লীগের আওতাধীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও সকল সংগঠন সম্মিলিতভাবে সর্বোচ্চ লোক জমায়েত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চক্রান্তকারীদের দেখিয়ে দেব, আওয়ামী লীগ এখনো মাঠেই আছে।