বৃহস্পতিবার , ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই রজব, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ কংগ্রেস,রংপুর জেলার ” সদস্য সচিব ” এর সঙ্গে একাধিক কলেজ ছাত্রদের আলোচনা

প্রকাশিত হয়েছে-

সাংবাদিক মোহাম্মদ জিহাদ ইসলাম,

” সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস ” এই স্লোগানে দেশের ৪৪তম নিবন্ধিত দল ” বাংলাদেশ কংগ্রেস ” মুক্তি যুদ্ধের চেতনা, দেশপ্রেম,সততা, মানবতা, পরমতসহিষ্ণুতা, গনতন্ত্র, এবং ধর্মীয় স্বাধীনতায় মূলনীতিতে গঠিত বাংলাদেশ কংগ্রেস।

সুস্থ ধারার রাজনীতি চর্চা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আহবানে, রংপুর জেলার নেতা জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী – সদস্য সচিব, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটি। তিনি সৎ,মেধাবী ও সুস্থ ধারার রাজনীতি গড়ার সৈনিক, গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের বন্ধু।

তার আহবানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও বাংলাদেশ কংগ্রেস কে রংপুর জেলায় বৃহত্তর আকারে বিস্তার করার বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ কংগ্রেস সহ সকল অঙ্গ- সংগঠনের নেতা কর্মী ও সহ- যোদ্ধাদের পাশে সর্বদা থাকবেন।

চলমান বিষয় নিয়েও কথা বলেন, ছাত্র নির্যাতন বন্ধের জোর দাবি জানান। এবং হাফ ভাড়ার বিষয় টা নিয়ে তিনি বলেন ছাত্রদের দাবি মেনে নিতে।