আব্দুল জাহির মিয়া জেলা প্রতিনিধিঃ
১০ জানুয়ারী সকালে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন পরিষদ মাঠে ১৮০জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্তিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬০ব্রিগেডের ব্রিগেডের কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান,এনডিসি,পিএসসি,১৩বেঙ্গলের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু সাইদ পিএসসি, ক্যাপ্টেন মেহমুদ,এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা চুনারুঘাট।
বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও পেশাগত দক্ষতাকে সঠিক ভাবে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে আরো গৌরবান্বিত করার প্রত্যয়ে এবারের শীতকালীন প্রশিক্ষণে সেনাসদর সহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় শতভাগ সদস্য অংশগ্রহণ করছেন।
এরই অংশবিশেষ হিসেবে ৩৬০ ব্রিগেডের অধীনস্থ ১৩ ই বেঙ্গল চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে শীতকালীন মহড়া রত অবস্থায়,গরিব অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন করেন।