সোমবার , ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

বাইশারী তে এক রাবার বাগানের সুপারভাইজার অপহরণ ৩ লক্ষ টাকা মুক্তিপণ

প্রকাশিত হয়েছে-

কপিল উদ্দিন (জয়) নাইক্ষ্যংছড়ি রিপোর্টার,

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে সোমবার ২০ জুন রাতে মোঃ হারুন,প্রকাশ ইমরান (২২) নামের এক রাবার বাগানের সুপারভাইজারকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ইমারান নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নের মৃত মোঃ হাশেম এর ছেলে।
অপহৃত ইমরানের বড় ভাই মিজান সাংবাদিকদের জানান বাইশারী ইউনিয়নের একটি রবার বাগানে চাকরি করেন।

প্রায়ই তিনি সেখানে রাত যাপন করেন। সোমবার রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ইমরানকে রবার বাগান সংলগ্ন তারা বন্যার ঝিরি থেকে অপহরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়। এরপর ইমরানের মুঠোফোনে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাঁর ভাইকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।

বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল হাশেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমরানকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান চালাচ্ছে। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। গত ২০ জুন সন্ধ্যায় উত্তর বাইশারী এলাকার একটি রাবার বাগন থেকে তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এক দিন পার হলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি।

সংবাদ প্রেরক-
কপিল উদ্দিন (জয়) নাইক্ষ্যংছড়ি,
মোবাইল নং ০১৮৬০৪৭৪৫২০