শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থী কদর আলীর সড়কে গেল প্রাণ

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুরে সড়ক দূর্ঘটনার কদর আলী(২৫) নামে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, শনিবার (১১ জুন) সকাল ৮ টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে সিএনজি যোগে বিরামপুর আসার পথে কুচামোড় নামক স্থানে কুকুরকে সাইড় দিতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তাদের মধ্যে কদর আলী(২৫) এর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেক হাসপাতালে ভার্তির পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য রংপুরে যাওয়ার পথে কদর আলী (২৫) এর মৃত্যু হয়।

নিহত কদর আলী (২৫) দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার বাসুদেবপুর গ্রামের শুভ মিয়ার ছেলে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল৷

অপর আহত দুইজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত দুইজন হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার তেলিপাড়া গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও সাইফুল ইসলামের ছেলে সাগর(১২)। সাইফুল- সাগর সম্পর্কে বাবা-ছেলে।