শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

প্রকাশিত হয়েছে-

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে চল্লিশ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ-

০৪/০৪/২০২২ তারিখ আনুমানিক রাত ০১.৩০ ঘটিকায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের দক্ষিণ ঘুমধুম মধ্যমপাড়ার কামাল উদ্দিনের বসত বাড়ীতে এক অভিযান পরিচালনা করে। একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য বর্ণিত স্থানে অবস্থান করছে মর্মে অবগত হয়ে উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নরত অবস্থায় একজন ব্যক্তিকে আটক করে। জিজ্ঞসাবাদে আটককৃত ব্যক্তি তার পরিচয় কামালউদ্দিন (৫২), পিতা-আলতাফ হোসেন, মাতা-রশিদা বেগম, সাং-দক্ষিন ঘুমধুম মধ্যমপাড়া, ০৪ নং ওয়ার্ড, ইউপি-ঘুমধুম, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান বলে জানায়। উক্ত সময়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করা হলে সর্বমোট ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা পাওয়া যায়।

ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।