শুক্রবার , ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বিজয়ীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো কুরআন পাঠ ও প্রতিযোগিতার প্রথম ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রকাশিত হয়েছে-

নিউজ ডেস্ক:

বিজয়ীদের আনন্দঘন উপস্থিতিতে সম্পন্ন হলো কুরআন পাঠ ও প্রতিযোগিতার প্রথম ধাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রথম স্থান অর্জনকারীকে একটি কম্পিউটার, দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনকে দুটি ব্যক্তিগত ইসলামিক লাইব্রেরি (২৫ হাজার টাকার বই) এবং তৃতীয় স্থান অর্জনকারী পঞ্চাশ জনকে ১ হাজার টাকার রকমারি বুক গিফট ভাউচার দেওয়া হয়েছে।

প্রথম স্থান অধিকার করেছেন এ বছর দাখিল পরীক্ষা দেওয়া এক মেধাবী কিশোর। দ্বিতীয় স্থান অর্জনকারী দুজনের একজন বুয়েটের সাবেক শিক্ষার্থী।

এছাড়া ১৫ থেকে ৮০ বছর বয়সী নানা শ্রেণি-পেশার নারী-পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বুয়েট-ঢাবি সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, গৃহিণী প্রমুখ।

দ্বিতীয় ধাপের পরীক্ষা চলতি মাসের ২৬ তারিখ বাদ ফজর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপ থেকে আমাদের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষা নেওয়ার প্রচেষ্টা চলছে। তার আগে ওয়েবসাইট থেকে একটি নমুনা পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ। নমুনা পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষিত হবে।

প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপেও আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা রাখি।

আমাদের এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বছর জুড়ে ব্যাপকভিত্তিক কুরআন চর্চা। আপনারা যেভাবে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, তাতে আমাদের প্রচেষ্টা অনেকটাই সার্থক।