রবিবার , ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে ২ জনের জেল

প্রকাশিত হয়েছে-

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে অনৈতিক কাজ করার দায়ে জিল্লুর রহমান (২৫) ও শ্রীমতি বিউটি রানী দাস (২৮) নামে দুইজনকে কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিনাশ্রম কারাদন্ড প্রাপ্তরা হলেন-উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত. বিকাশ চন্দ্র মহন্তের স্ত্রী শ্রীমতি বিউটি রানী দাস ও পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের সাকোপাড়া গ্রামের
মজিবর রহমানের ছেলে জিল্লুর রহমান।

বুধবার (১৮) সকালে উপজেলার মুকুন্দপুর গ্রামের বৈরাগীপাড়ায় এই অভিযান চানান ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার জানান,
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বৈরাগী পাড়ায় অভিযান চালানো হয়। অনৈতিক কাজ করার দায়ে ১৮৬০ এর ২৯১ ধারায় জিল্লুর রহমানকে ২ মাস ও শ্রীমতি বিউটি রানী দাসকে ২৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।