মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিরামপুরে আমন মৌসুমে ধান-চাল ক্রয়ের শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুরের চরকাই খাদ্য গুদামে আমন মৌসুমে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান খায়রুল আলম রাজু।রবিবার (৭ নভেম্বর) বিকেলে বিরামপুর উপজেলার চরকাই খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, খাদ্য গুদাম কর্মকর্তা মাজেদুল ইসলাম, বিরামপুর চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক হবিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ।খাদ্য গুদাম কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, এবার ১ হাজার ৮০ টাকা মন হিসেবে ৯৫২ মেট্রিক টন ধান ও ১হাজার ৬’শত টাকা মন হিসেবে ১৭৩৭ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।