সোমবার , ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২০শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায়- ইউ এন ও পরিমল কুমার সরকার

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

 

আগস্ট মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্টিত হয়েছে।

(৩০ অক্টোবর) শনিবার সকাল ১০টায় সময়
বিরামপুর থানা চত্তরে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান অনু্ষ্টিত হয়।

বিরামপুর থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,১নং প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর (এপি) ম্যানেজার নরেশ ম্যারান্ডি,সাব-ইন্সেপ্টর এরশাদ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশনকে সহযোগীতা করবে এলাকার সচেতন জনগন তবেই অপরাধ নির্মূল হবে।