মঙ্গলবার , ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে বুধবার (২৩ মার্চ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

ইউরোপিয় ইউনিয়ন, পিকেএসএফ ও এফসিডিও’র অর্থায়নে গ্রাম বিকাশ কেন্দ্র পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পিছিয়ে পড়া ১১ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ও সাদা লাঠি বিতরণ করেছে।

উপজেলার চন্ডিপুর বকুলতলা ইউনিটে প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম। বক্তব্য রাখেন, টেকনিক্যাল অফিসার জেমি হাঁসদা, প্রকল্প ম্যানেজার সিরাজুল ইসলাম, সহকারী টেকনিক্যাল অফিসার লীনা হাঁসদা, রাজু আহমেদ ও শাখা ম্যানেজার রবিউল ইসলাম।