শুক্রবার , ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিরামপুরে গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) গতকাল সকাল দশটার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত বকুল হোসেন দামারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে বকুল হোসেন তার নিজ বাড়ির পাশে একজন শ্রমিক নিয়ে একটি গাছ কাটছিলেন। এসময় বকুলের হাতের সঙ্গে গাছে বাধাঁনো দড়ি লাগানো ছিল। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি হেলে পড়ার সাথে-সাথে বকুল ছিটকে পড়ে যায়। এসময় কাটা গাছের গুড়িটি বকুলের মাথায় পড়লে সে গুরুতর আহত হন ।স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের পরিবারে কোন আপত্তি না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।