শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিরামপুরে জাতীয় জনশুমারি ও গৃহগণনাপ্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

জাতীয় জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপজেলার পলিপ্রয়াগপুর ও মুকুন্দপুর ইউপি’র আংশিক গনণাকারী ও সুপারভাইজারদের নিয়ে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জুন) বিকালে বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের হলরুমে অধ্যক্ষ শিশির কুমারের সভাপতিত্বে চারদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

জনশুমারি ও গৃহগনণা ২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান বুরো,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনা মন্ত্রনালয়ের আয়োজনে জাতীয় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ মেসবাউল হক, উপজেলা পরিসংখ্যান জোনাল অফিসার, বিবিএস প্রশিক্ষক উৎপল চন্দ্র চৌধুরী, উপজেলা শুমারী সমন্বয়কারী আব্দুল গোফফার, কাউন্সিলর মোজাম্মেল হক প্রমুখ।