সোমবার , ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের ঢেলুপাড়া নামক স্থানে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন সানোয়ারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

নিহত সানোয়ারা বেগম পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের গরিবুল্লাহর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক দেওয়ান জিয়া।

মঙ্গলবার (১৭মে) গতকাল বিকেল সোয়া ৬ টার সময় বিরামপুর পৌর শহরে ঢেলুপাড়া গ্রামের পূর্ব দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক দেওয়ান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সানোয়ারা বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাঁর লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।