বুধবার , ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

বিরামপুরে নানান কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,সকল শহীদের প্রতি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল শহীদের প্রতি রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ শিবলী সাদিক এমপি , প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে. এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহেদুন্নবী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত , বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ইছাহাক আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ও যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ।