শনিবার , ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে নানা আয়োজনের মাধ্যমে জাতীয় বীমা দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃবিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে

দিনাজপুরের বিরামপুরে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন সভাকক্ষে এ সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর জীবনবীমা কর্পারাশেন ইনর্চাজ জি,এম ফেরদৌস সরকার, উপজেলা দূর্নীতি দমন কমিটির সহ- সভাপতি মাহমুদুল হক প্রমুখ।

এসময় জাতীয় বীমা দিবসে বক্তারা বলেন, বীমা সেবায় গ্রাহক যেন হয়রানি না হয় ও এ সেবাকে জনগণের দোড়গড়ায় পৌছাতে হবে এবং সকলকে বীমায় আওতায় আসার জন্য আহবান জানান।