বৃহস্পতিবার , ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিরামপুরে নারীদের ভোটকেন্দ্রে উপস্থিতি চোখে পড়ার মতো

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

তৃতীয় ধাপে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। ভোট শুরুর পর ব্যাপক নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ সারিতে অপেক্ষা করছে নারী ভোটাররা।

নারী ভোটারের উপস্থিতি থাকলেও পুরুষশূন্য ভোট কেন্দ্র দেখা গেছে। এমনকি কেন্দ্রে পুরুষ ভোটার নেই বললেই চলে। দিনাজপুরের বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের খবের পাড়া ও ০২নং ওয়ার্ডের দূর্গোপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।