মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিরামপুরে পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোহাম্মদ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় বিরামপুর উপজেলার দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরস্থ টিএনটি অফিসের সামনে গোবিন্দগঞ্জমুখী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) চাকায় পিষ্ট হয়ে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক মোহাম্মদ আলী (৬৫) দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর গ্রামের মৃত কাইছা মুদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভ্যানচালক ভ্যান চালিয়ে বিরামপুর কলেজ বাজারের দিকে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে গোবিন্দগঞ্জমুখী পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৪৭৪) ভ্যানটিতে ধাক্কা দিলে ভ্যানচালক ট্রাকের নীচে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মোহাম্মদ আলী (৬৫) লাশ উদ্ধারপূর্বক, পাথর বোঝাই ট্রাকসহ চাকলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।