রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিরামপুরে ফুটপাত দখল মুক্ত ও পরিস্কার পরিছন্ন রাখতে ইউ এন ওর অভিযান

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুরে রাস্তাঘাট-ফুটপাথ দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় দুই বস্তা যৌন উত্তেজক সিরাপসহ ধনসা গ্রামের রুহুল আমিনের ছেলে মহব্বত সরদার(৩২) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত রমজানের পবিত্রতা রক্ষায় রোজাদারদের মানসম্মত ভেজালমুক্ত ইফতারি প্রদানের নিমিত্তে বিভিন্ন হোটেল ও রেস্তোরায় পরিদর্শন করেন।

 

রবিবার (৩ এপ্রিল) দুপুরে ১টায় বিরামপুর পৌর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। এদিকে সাধারণ মানুষ এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এখন শহরে আমরা আর নির্বিঘ্নে চলাচল করতে পারি না। ফুটপাত দখল করে রেখেছে অবৈধ দখলদারেরা। উপজেলা প্রশাসনের এই উদ্যোগ নিঃসন্দেহে পৌর শহরবাসীর জন্য অনেক কল্যাণকর হবে।