এস এম মাসুদ রানা :-বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,
দিনাজপুরের বিরামপুরে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ ও পৌর পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
( ৩ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৪টার সময় বিরামপুর ঢাকামোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ইউপি চেয়ারম্যানদ্বয় হাফিজুর রহমান ও রহমত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ড ও নাড়ু গোপাল কুন্ডু,যুগ্ন-সাধারন সম্পাদক গোলজার হোসেন,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান বকুল,উপজেলা সেচ্চাসেবকলীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল,বিরামপুর সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পৌর সেচ্চা সেবকলীগের আহবায়ক খাইরুল আলম মুকুট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগ,সেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।