বুধবার , ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৬ হিজরি

বিরামপুরে বিশ্ব এইডস দিবস পালিত

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা :- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

(১ ডিসেম্বর) বুধবার সকাল ১১টায় সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে র‌্যালী ও সভাকক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত বিশ্ব এইডস দিবস অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ শোভন, মেডিকেল অফিসার ডাঃ আদিব হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন, স্বাস্থ্য পরিদর্শক তাহাওয়ার হোসেন বেলাল প্রমূখ।