সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুন) সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালী শেষে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ত্বে বিশ্ব পরিবেশ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,সহকারী ভুমি কমিশনার (ফুলবাড়ী) শামিমা আক্তার জাহান, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম প্রমূখ।

 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু উপজেলা চত্তরে চালতা, পলাশ ও তেঁতুল গাছের চারা রোপণ করেন।

 

এসময় ৫নং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, ১নং ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ৬নং ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,৪নং ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ৩নং ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহান, ইউপি সদস্যগণ, পৌর কাউন্সিলরবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক ও সুধীমন্ডলী বৃন্দ উপস্থিত ছিলেন।